কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা ও ছেলে এবং আরও এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছরের শিশুপুত্র রিয়াদ এবং রামু উপজেলার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতর থেকে কেটে উদ্ধার করেন।
রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও হাইওয়ে টহল দলের সহায়তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন