যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ নগদ কর্মকর্তা ও কারচালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
দুই কর্মকর্তা হলেন- নগদের যশোর শাখার কর্মকর্তা সদর উপজেলার ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও প্রাইভেটকারের চালক শহরের পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু।
জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকালে নগদ যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন রবিউল ইসলাম। ওই টাকা মনিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
পথিমধ্যে কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটের সামনে গিয়ে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা প্রাইভেটকারের গ্লাস ভাঙচুরের পর টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।
মণিরামপুর থানার ওসি বাবুল শেখ জানান, প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নগদ কর্মকর্তা রবিউল ও প্রাইভেটকার চালক সাজুকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত বলে জানান ওসি বাবুল।


-20250617140417.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন