ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৯:৫৩ এএম
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। ছবি- সংগৃহীত

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার জসিম উদ্দিনকে আদালতে পাঠানো হবে।