মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:২৯ পিএম

শতবর্ষী কড়াই গাছের ভিতর জ্বলছে আগুন, উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:২৯ পিএম

অলৌকিক ঘটনা ভেবে হাজারো উৎসুক মানুষ স্টেশন চত্বরে ভিড় জমিয়েছেন।   ছবি- রূপালী বাংলাদেশ

অলৌকিক ঘটনা ভেবে হাজারো উৎসুক মানুষ স্টেশন চত্বরে ভিড় জমিয়েছেন। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী একটি কড়াই গাছের ভিতরে আগুন জ্বলতে দেখা গেছে। এই খবর ছড়িয়ে পড়লে ‘অলৌকিক ঘটনা’ ভেবে হাজারো উৎসুক মানুষ স্টেশন চত্বরে ভিড় জমিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে গাছের আগুন নেভানোর চেষ্টা করে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে। 

এ ঘটনাটি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

এ সময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি, গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছি না।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, ‘আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি।’

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম, পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. ফারুক হোসেন বলেন, ‘গাছের গোড়ায় জমে থাকা আবর্জনায় কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। গাছটি ফাঁপা ও বেশকিছু অংশ শুকনো হওয়ায় আগুন ভেতরে ভেতরে ছড়িয়ে ডালের ফুটো থাকা অংশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে।

এখানে প্রাকৃতিক কোনো কারণ আমরা পাইনি। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু সব অংশে পানি পৌঁছাচ্ছে না। গাছটি বর্তমানে ঝুঁকিপূর্ণ। এটি কেটে ফেলা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!