নওগাঁর বদলগাছী উপজেলায় কীটনাশক ব্যাবসার আড়ালে শ্বশুরবাড়িতে অবৈধভাবে ৫০২ বস্তা চাল মজুদ করে রেখেছিল মেয়ের জামাই। অবশেষে তা জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের নিমতলী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও খাদ্য বিভাগের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বদলগাছীর সহকারী কমিশনার (ভুমি) আতিয়া খাতুন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সাইদুল ইসলাম।
জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী শিবলু হোসেন দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যাবসার আড়ালে তার শ্বশুরবাড়ি জাইদুল হোসেনের বাড়িতে ওপেন মার্কেটের চাল মজুদ করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই চাল গোপনে বাজারে বিক্রি করা হতো বেশি দামে। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতো এবং সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ত।
অভিযানের সময় বাড়ির তালা খুলে ভেতরে ঢুকতেই ৫০০ বস্তা চাল দেখতে পান কর্মকর্তারা। কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন সত্যতা স্বীকার করে বলেন, ‘৫০০ চাল উদ্ধার হয়েছে। পরবর্তী পদক্ষেপ খাদ্য কর্মকর্তার উপর অর্পণ করা হয়েছে। আইনগত বিষয়ে তিনি বলতে পারবেন।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন, ‘৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’
স্থানীয় লোকজন প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, ‘এভাবে গোপনে চাল মজুদ করে বাজারে সংকট তৈরি করা ন্যক্কারজনক কাজ। প্রশাসনের কঠোর নজরদারি ও শাস্তির ব্যবস্থা চাই আমরা।’
প্রসঙ্গত, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার অবৈধ মজুদদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বদলগাছীর এ ঘটনাটি প্রশাসনের সক্রিয় নজরদারির একটি উদাহরণ হয়ে রইল।
আপনার মতামত লিখুন :