পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় দেশের ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় সরকার নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থানে নার্সারিগুলোতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। এর ধারাবাহিকতায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সরকারি নিষিদ্ধ ঘোষিত এই গাছগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাজার ও নার্সারিতে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব গাছের চারা ধ্বংস করা হয়।
চলতি বছরের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর বদলে দেশের প্রকৃত পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
অভিযানে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, মুসাদ্দেক শাওনসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনের অধীনে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এসব গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন