সাভারে অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফুলবাড়িয়া ইউনিয়নের এক ভূমি কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বুধবার (৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।
আহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি সাভার উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, আদালতের রায় অনুসারে নামজারি মিউটেশন শেষ হলে, দখল বুঝিয়ে দিতে গিয়ে উচ্ছেদের নোটিশ দিতে গ্রামের ওই জায়গায় যান ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা-কর্মচারী।
ভূমি কর্মকর্তা জহিরুল আলম রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমরা জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থানীয় একটি দখলদার চক্র সংঘবদ্ধ হয়ে অতর্কিতে হামলা চালায়। অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে ধরে ফেলে। তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেতলে দেওয়া হয় এবং শরীরজুড়ে মারধর চালানো হয়।’
স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, ভূমি প্রশাসনের কাজে বাধা প্রদান ও সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে রিপোর্ট পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন