ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো কেইপিজেডের ফোম কারখানার আগুন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:২৫ পিএম
চট্টগ্রামে কেইপিজেডের ফোম কারখানার আগুন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) অবস্থিত একটি ফোম কারখানায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কেইপিজেড এলাকার ‘জ্যান্ট অ্যাক্সেসরিজ’ নামক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড, কর্ণফুলী ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল জানান, কর্ণফুলী ইপিজেডের ভেতরে জ্যান্ট অ্যাক্সেসরিজ নামের ফোম প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে একাধিক ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তাও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের অ্যারো ফেভারিট অফিস ভবনে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।