গাজীপুরের কালিয়াকৈরে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগে সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি ও বিএনপির স্থানীয় নেতা মাহমুদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালক ও স্থানীয় জনতা।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১২ জুলাই) সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে মাহমুদ সরকার এক অটোরিকশা চালককে প্রকাশ্যে মারধর করেন। ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এর প্রতিবাদে রোববার সকালে চালক ও স্থানীয় জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশা চালকরা বলেন, ‘মাত্র ১০ টাকা ভাড়া নিয়ে একজন সাবেক বাজার সভাপতি ও বিএনপির নেতা একজন গরিব চালককে মারধর করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি যদি ক্ষমতার দাপট দেখান, তাহলে আমরাও রাজপথে নেমে আসব। প্রয়োজনে তারেক জিয়ার কাছেও বিচার চাইব।’
এ বিষয়ে অভিযুক্ত কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক ও সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি মাহমুদ সরকার বলেন, ‘ওই অটোরিকশা চালক আমাকে পেছন থেকে মেরে দিয়েছে। আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি। ইচ্ছে করলে আরও মারতে পারতাম কিন্তু মারিনি। যারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে আমি তাদের বিরুদ্ধেও সংবাদ সম্মেলন করব।’
আপনার মতামত লিখুন :