ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে ডিসির বাংলোয় হামলা, পুলিশ সদস্য আহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৫:২৮ পিএম
ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাংলোয় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাংলোর পাশের একটি ভবনে আগুন ধরে যায়।

দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর ২টার দিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। 

এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেছেন।

বিকেল ৩টার দিকে পদযাত্রা শুরুর পর আবারও হামলা চালানো হয়। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে সকালে কর্মসূচি শুরুর আগে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের আরও তিন সদস্য আহত হন।