সিরাজগঞ্জে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার ( ১৬ জুলাই) দুপুরের দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। তারা আপন ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় তাঁত কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঠাল-মুড়ি খায় বাকি বিল্লাহ ও আছিয়া। তবে খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক প্রতিবেশী জানান, শিশু দুটি কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মা কান্নাকাটি শুরু করেন। এরপর তারা শিশু দুটিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে মেয়েটি মারা যায়, এরপর ছেলেটিকে আইসিইউতে ভর্তি করার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, ‘এমন সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তা হলো খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।’
আপনার মতামত লিখুন :