গাজীপুরের কোনাবাড়ীতে আলোচিত সমাজসেবক নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় মো. রাব্বি শেখ ওরফে নাওফিল রাব্বি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তার রাব্বি জামালপুর জেলার সদর থানার মাইনকুর রশিদপুর গ্রামের মো. মকবুল শেখের ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার গোলাপ মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং গাজীপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
কোনাবাড়ী থানার ওসি মো. সালাহ উদ্দিন শনিবার (১৯ জুলাই) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জামালপুর জেলা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
পুলিশ জানায়, গ্রেপ্তার রাব্বিকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কী ঘটেছিল?
গত ২৭ মে কোনাবাড়ীর জরুন এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের সদস্যরা। হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে নাসির পালোয়ানের মাথায় আঘাত করা হয়, যাতে মাথার খুলি ১৮ টুকরো হয়ে যায়।
সেসময় গুরুতর আহত অবস্থায় পরিবারের ৬/৭ জন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা সুস্থ হলেও ৩৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ১ জুলাই মারা যান নাসির উদ্দিন পালোয়ান।
মামলা ও তদন্ত
ঘটনার পর নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে গত ২৬ জুন কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তে অগ্রগতি হচ্ছে।
আপনার মতামত লিখুন :