রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:২৯ এএম

রাজবাড়ীতে চুরির অভিযোগে শিশুর গলায় জুতার মালা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:২৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় জুতা চুরির অভিযোগে এক শিশুর গলায় জুতার মালা পরানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে নিন্দার ঝড় উঠেছে। শনিবার (১৯ জুলাই) ফেসবুকে ছবিটি ভাইরাল হয়। 

শিশুটির বাড়ি কালুখালীর সাওরাইল ইউনিয়নে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় মো. শাহজাহান আলীর পিকে সুজে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার ১০-১২ বছর বয়সি এক শিশু পিকে সুজ থেকে জুতা চুরি করছিল। এ সময় তাকে ধরে তার গলায় জুতার মালা দিয়ে ছবি তোলা হয়। তখন আমি নিষেধ করেছিলাম। পরে শিশুটিকে তারা ছেড়ে দেয়।

পিকে সুজের মালিক মো. শাহজাহান আলীর ছেলে আসাদুজ্জামান শামীম বলেন, প্রায় একমাস আগে ওই ছেলেটি একবার চুরি করেছিল। এরপর থেকে আমরা খোঁজে ছিলাম। হঠাৎ বৃহস্পতিবার আমাদের দোকানের নিচ তলায় চুরি  করার সময় হাতেনাতে ধরা পরে। এ সময় মার্কেটের অনেক মানুষ জড়ো হয়। তখন একেকজন একেকরকম কথা বলে। এরমধ্যেই জুতার মালা পরিয়ে দেয় সবাই। এ সময় কেউ ওই ছবি তুলে ফেসবুকে দিয়েছে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক। এ রকম হবে বুঝতে পারিনি। তবে কাল এ নিয়ে বাজার বণিক সমিতির নেতারা বসবেন।

এ বিষয় জানতে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি বাহারাম সরদারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেন নাই।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) এস এম আবু দারদা বলেন, বিষয়টি আমি কিছু সময় আগে জেনেছি। ওসিকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!