দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান।
এনবিআর-এর চেয়ারম্যান বলেন, ‘‘কর্মকর্তাদের ‘সেবার মানসিকতা’ নিয়ে কাজ করতে হবে। আমরা ব্যবসায়ীদের সন্তুষ্টির জন্য ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে কাজ করছি। সেবার মান আরও বৃদ্ধি করা প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘পণ্য খালাস কেন দ্রুত সম্পন্ন হচ্ছে না, তা কঠোরভাবে মনিটরিং করা হবে। আমরা অচিরেই অ্যাসাইকোডা সিস্টেম পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করছি। কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা। এটি পরিবর্তন করে নতুন একটি পদ্ধতি চালু করা হবে।’
আবদুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেওয়া হলে তাদের পক্ষ থেকে অভিযোগও কম আসবে—সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। স্থলপথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীদের দাবি থাকলে আমরা তা বিবেচনায় নেব।’
এর আগে বেনাপোল কাস্টমস হাউজে পৌঁছালে তাকে স্বাগত জানান বেনাপোল কাস্টমস হাউজের বিদায়ী কমিশনার কামরুজ্জামান ও নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন।
পরে তিনি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মো. মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যানের একান্ত সচিব আতাউল গনি ওসমানী ও জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।
পরবর্তীতে তিনি স্থানীয় বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
আপনার মতামত লিখুন :