রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শাকিল। গত সোমবার (২১ জুলাই) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক খোরশেদ আলম লিটন রাঙামাটি পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের আহ্বায়ক। ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শাকিল রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্টেডিয়াম এলাকার বাবুল স্টোরের ওএমএস প্রতিনিধি এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল অভিযোগ করে বলেন, আমি রাঙামাটিতে ওএমএসের ব্যবসা পরিচালনা করি।
যুবদল নেতা খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। আজকেও আবারও চাঁদা নিতে এলে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। তখন আমিসহ স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে হস্তান্তর করি।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, স্থানীয়রা এক যুবদলের নেতাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন