কক্সবাজারের টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা করার সময় পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবক।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক রশিদ আহমদ কক্সবাজারের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলাফেরা করতে ওই যুবক বোরকা, হিজাব এবং মোজা পরে নিজেকে নারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরিহিত এক ব্যক্তি সন্দেহজনক আচরণ করছিলেন। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে এলোমেলো কথা বলতে থাকেন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো নারী নন, বরং একজন রোহিঙ্গা যুবক।
তিনি আরও বলেন, আমাদের ধারণা, বাঙালিদের টার্গেট করে অপহরণের উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের হয়েছিল ওই যুবক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই সে এই অভিনব ছদ্মবেশ ধারণ করে। তবে তার পরিকল্পনা সফল হয়নি।
পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন