লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শিগগিরই। সম্মেলনকে ঘিরে পুরো লাকসাম এখন উৎসবমুখর। পৌরসভার বিভিন্ন স্থানে সম্ভাব্য পদপ্রত্যাশীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি।
সম্মেলনের সবচেয়ে আলোচিত পদ সভাপতি। এ পদে একাধিক নেতার নাম শোনা গেলেও সর্বাধিক আলোচনায় রয়েছেন ভাইয়া গ্রুপের পরিচালক ও সাবেক উপজেলা এবং পৌর চেয়ারম্যান আলহাজ মজির আহমদ। তার ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে অনেক কাউন্সিলরই তাকে সভাপতি হিসেবে দেখতে চান বলে জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের ২৯ মার্চ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এরপর ৯টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক আয়োজন এখন সময়ের ব্যাপার মাত্র।
সভাপতি পদে আলোচনায় থাকা মজির আহমদ এর আগে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তিনি বর্তমানে লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং দলের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
আসন্ন সম্মেলনে ৬৩৯ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন।
একাধিক কাউন্সিলর জানান, বিএনপি একটি গণতান্ত্রিক দল, এবং তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হবে। তারা আশা করেন, দলের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ-আবুল কালাম ও জাকারিয়া তাহের সুমন- এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও স্বচ্ছ রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।
তারা বলেন, মজির আহমদ একজন জনবান্ধব, পরিচ্ছন্ন এবং মাঠকর্মী সমর্থিত নেতা। তিনি সবসময় লাকসামে অবস্থান করেন এবং নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকেন। তাই গোপন ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে তাদের বিশ্বাস।
লাকসাম পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী মজির আহমদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। গণতন্ত্রের বিকাশে দলের চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন থাকার কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি প্রশংসিত নেত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও চান সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হোক।
তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন লাকসাম পৌরসভা বিএনপির কাউন্সিলর কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ভাই কার্যকর পদক্ষেপ নেবেন-ইনশাআল্লাহ। আসন্ন সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হিসেবে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি পদে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম পৌরসভা বিএনপিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে কাজ করে যাব- ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :