নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তবে সে অনুযায়ী আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে আমাদের লক্ষ্য থাকতে হবে সম্মিলিতভাবে কাজ করার দিকে, এবং একতার বন্ধনে আবদ্ধ থাকতে হবে।’
শনিবার (২৬ জুলাই) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন: সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সমাজের মানবিক দর্শন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন মাস্টার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :