ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বগুড়ায় ১৮ মাসের কন্যাশিশু পুকুরে তলিয়ে মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:৩৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে সিরাত খাতুন নামে ১৮ মাস বয়সি এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে তালোড়া ইউনিয়নের কইল চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাত খাতুন (১৮ মাস) ওই গ্রামের মো. সুজন মিয়ার কন্যা।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম শিশু কন্যাটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টায় সিরাত খাতুন বাড়িতে খেলতে খেলতে সকলের অগোচরে তার পিতার বাড়ির সামনে ডোবার পুকুর) পানিতে পড়ে মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি এক পর্যায়ে সকাল ১১টায় নিজ বাড়ির সামনে ডোবা থেকে স্থানীয়রা শিশুকন্যাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের আলোচনা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।