ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী মুক্তির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন আহমেদ বিষয়টি রুপালী বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার সময় পেছন থেকে একটি মাহিন্দ্রা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়।’
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :