নাটোরের সিংড়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চক কালিকাপুর গ্রামের ‘ভেজালের মোড়’ এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুল ইসলাম দলীয় নেতাকর্মী ও কয়েকজন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে ফিরে আসার পর স্থানীয় বিএনপি নেতা কাবিল উদ্দিন ও কাউছার আলীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে লাঠি, রড, হাতুড়ি ও হাঁসুয়ার মতো দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহতদের মধ্যে জামায়াত নেতাকর্মীরা হলেন- নাজমুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩৫), ফরিদ উদ্দিন (৪৫), মো. স্বপন (৩০), মো. সাগর (২৫), সুমাইয়া খাতুন (১২)।
অন্যদিকে বিএনপির আহত সমর্থকরা হলেন- হাবিল উদ্দিন (৩৫), কাবিল উদ্দিন (৪৫), কাউছার আলী (২৫) মো. কোরবান (২১)।
আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহবুব হোসেন বলেন, ‘আহতদের চিকিৎসা চলছে। তারা সবাই আশঙ্কামুক্ত।’
সংঘর্ষের বিষয়ে জামায়াতের আহত নেতা নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিয়ে ফিরে এসেছি। কিন্তু বিএনপির লোকজন এটি মেনে নিতে না পেরে আমাদের ওপর হামলা করেছে।’
অন্যদিকে আহত বিএনপি সমর্থক হাবিল উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, ‘জামায়াতের সমাবেশে যাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা ফিরে এসে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’
এ ঘটনা প্রসঙ্গে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 
                            -20250729112509.jpg) 
                                    -20250729093558.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন