সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
সোমবার (৪ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার বাসিন্দা মো. আবুল কালাম তার পরিবারের পক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম বলেন, ‘আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে প্রতিপক্ষ। তারা আওয়ামী লীগের রাজনীতি করে এবং প্রভাব খাটিয়ে আমাদের পরিবারকে হয়রানি করছে।’
তিনি জানান, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার গ্রামে সালিশি বৈঠক হয়েছে। সর্বশেষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের উপস্থিতিতে বিবদমান জমির সীমানা নির্ধারণ করা হয়।’
তবে অভিযোগ রয়েছে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শষ্টি কুমার মাহাতো ও তার সহযোগীরা জোরপূর্বক সেই সীমানা পিলার তুলে ফেলেন এবং উল্টো আবুল কালামের পরিবারের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
আবুল কালাম আরও বলেন, ‘গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। বলা হয়েছে, আমরা নাকি সীমানা পিলার তুলে জমি দখলের চেষ্টা করেছি। অথচ বাস্তবতা হলো, আমরা নিজেরাই ভুক্তভোগী।’
তিনি অভিযোগ করেন, স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
সংবাদ সম্মেলনে তিনি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :