বগুড়ার শিবগঞ্জের ভাগখোলা এলাকা থেকে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. নিশাদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. নিশাদ, শিবগঞ্জ উপজেলার হাটখোলা গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিম ১৭ বয়সের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মো. নিশাদ। সম্পর্কের আড়ালে ভিকটিমকে প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণচেষ্টা চালায় এবং ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ওই ছাত্রী সম্পর্ক ছিন্ন করলে, নিশাদ ক্ষিপ্ত হয়ে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভিকটিম ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
র্যাব জানায়, এ ঘটনা থেকে রক্ষা পেতে ভিকটিমের মা মোছা. মাহফুজা রহমান বুবলি বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত ৭ জুলাই মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান বলেন, ‘দেশ থেকে অপরাধ নির্মূলে র্যাবের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।’
আপনার মতামত লিখুন :