ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে রক্তাক্ত দুই বন্ধু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার কৈপাড়া এলাকায় স্ত্রীকে তালাক দেওয়ার জেরে দুই বন্ধুর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় বাঁধন চা স্টলের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন তারা।

আহতরা হলেন—বগুড়া শহরের নাটাই পূর্বপাড়ার বাসিন্দা বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) এবং কৈপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসিম (২৫)। 

বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

পুলিশ জানায়, রতন ও হাসিম একে অপরের আত্মীয় এবং দীর্ঘদিনের বন্ধু। রতন বিয়ে করেন হাসিমের বোন আঁখিকে; অন্যদিকে হাসিম বিয়ে করেন রতনের বোন রিংকিকে। কিন্তু দুই দিন আগে হাসিম তার স্ত্রী রিংকিকে তালাক দেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও ফাটল ধরে।

ঘটনার দিন রাতে কথাকাটাকাটির একপর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে পকেট থেকে ছুরি বের করে একে অপরকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘দুজনই ছুরিকাঘাতে জড়িত। বর্তমানে তারা পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত চলছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পারিবারিক সম্পর্কের এমন ভয়াবহ পরিণতি কেউ কল্পনা করেননি।