নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে সিএনজিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে যাত্রীবেশে দুজন যুবক ১২০ টাকায় সাইনবোর্ডগামী একটি সিএনজি ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা জানান, আরেকজন যাত্রী উঠবেন। এসময় সিএনজি থামাতেই তারা হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যান। চালক দ্রুত সিএনজি থেকে বেরিয়ে আসায় তিনি অক্ষত থাকেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবক এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চালকের দেওয়া বর্ণনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

