রাজশাহীর বাঘায় একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে ২০০টি বন্যপ্রাণী ঘুঘু পাখি। পরে সেগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) বাঘা পৌরবাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
ইউএনও জানান, আজাদের দোকানে অভিযান চালিয়ে ঘুঘুগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকানদার পলাতক থাকলেও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ২০০টি ঘুঘু পরে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে বাজারে মূল্য তালিকা না থাকা এবং অন্যান্য অনিয়মের কারণে ‘সিরাজ পোল্ট্রি ফার্ম’ ও ‘নয়ন পোল্ট্রি ফার্ম’-এর মালিকদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শাম্মী আক্তার বলেন, ‘বন্যপ্রাণী রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :