আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে সারা দেশে মোতায়েন করা হয়েছে ২৮১টি টহল দল, যার মধ্যে রাজধানীতে রয়েছে ৯৪টি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। পূজা আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি, কন্ট্রোল রুম সমন্বয় এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
র্যাব জানিয়েছে, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জাতিগত ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এ উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য র্যাব সবধরনের প্রস্তুতি নিয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের সদস্যরা প্রতিটি ব্যাটালিয়ন এলাকায় টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে কাজ করছে। র্যাবের প্রতিটি ইউনিট স্থানীয় প্রশাসন, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে।
এ ছাড়া প্রতিটি ব্যাটালিয়ন এবং সদরদপ্তর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো সময় যেকোনো অভিযোগ বা তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে কেউ যদি গুজব রটনা, উসকানিমূলক বক্তব্য কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এমন কোনো তথ্য থাকলে তা র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’
র্যাব আরও জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে রয়েছে, তাই কোনো ভয়ের কারণ নেই। র্যাব কন্ট্রোল রুম এবং সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
র্যাব আশাবাদ ব্যক্ত করেছে, অন্যান্য বছরের মতো এবারও সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে, যাতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের পূজাই হলো শারদীয় দুর্গাপূজার মূল বার্তা। এই উপলক্ষে আমরা দেশব্যাপী শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন