নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক ফুল বিক্রেতার ঘুসিতে আরেক ফুল বিক্রেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে।
নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) কুষ্টিয়া জেলার সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।
অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।
বিমানের এক ভাই মো. নাজমুল বলেন, ‘ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।’
স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন হকাররা। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত হকার।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, ‘আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুসি মারতে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।’
আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন