কুমিল্লার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে কারখানার অফিস ও গুদামে আগুনের কালো ধোঁয়া দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তারা কারখানার মালিক, পুলিশ, দমকল বাহিনী ও সেনা ক্যাম্পে খবর দেন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ ছিল এবং ভেতরে কোনো শ্রমিক উপস্থিত ছিলেন না।
কারখানার মালিক নুর আলম বলেন, আমার শেষ সম্বল ছিল এই প্লাস্টিক কারখানা। আগুনে সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত।
তিনি জানান, প্রায় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮৫ লাখ টাকা হতে পারে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :