ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:৩৭ পিএম
গ্রেপ্তারকৃত সেলিম ভান্ডারী। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম ভান্ডারী (৪৫)। তিনি সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামের ধুনাই ভান্ডারীর ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার সদর উপজেলার বাইচাইল গ্রামের কড়ইতলা তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে সেলিম ভান্ডারীকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ঘটনাটির বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।