শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগাড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টিলাপাগাড় ক্যাম্পে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের ঢালু ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ বশির আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির সুবেদার আব্দুল লতিফের কাছে হস্তান্তর করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ‘হস্তান্তর হওয়া ব্যক্তিদের বেশির ভাগই শিশু। তারা সবাই রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।’
তাদের মধ্যে রয়েছেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী কিরন লাকড়া (২৮), স্ত্রী অনিতা রানী (২৬), দুই বছরের মেয়ে নন্দীনি লাকড়া, তানোর উপজেলার শ্রী সুখদেব উরাও (৩৫), স্ত্রী শ্রী গোলাপী উরাও (২৭), মায়াদেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (৫) এবং সাত মাস বয়সি সুদ্বীপ্ত উরাও। গত ৬ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গত ৬ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, ‘যেহেতু অধিকাংশই শিশু এবং তারা রাজশাহীর বাসিন্দা, তাই তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হবে। তবে তারা ভারতে কোন এলাকায় ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
আপনার মতামত লিখুন :