সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:২৩ এএম

চট্টগ্রামে এনসিপি নেতার চাঁদাবাজির অডিও ভাইরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:২৩ এএম

মো. নিজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

মো. নিজাম উদ্দিন। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমন করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তাকে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার কথা বলতে শোনা যায়।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে নিজাম উদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগী আফতাব হোসেন রিফাতের মধ্যে মেসেঞ্জার কথোপকথনের দৃশ্য তুলে ধরা হয়। ভিডিওটিতে দেখা যায়, আন্দোলন বন্ধের শর্তে চাঁদার অঙ্ক নিয়ে আলোচনা করছেন তারা।

ভিডিওতে নিজাম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আরও বেশি নিতে প্রেশার দাও... তোমরা দেখো, ওদের থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে রোহান, মীরদেরকে এনে কিছু দিয়ে দিলাম।’

উল্লেখ্য, আফতাব হোসেন রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক হিসেবে পরিচিত।

এর আগে গত ৫ জুলাই এক নারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন।

ওই সময় নিজাম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব পদে ছিলেন। অভিযোগের পর তার পদ স্থগিত হলেও পরে তা পুনর্বহাল করা হয়।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম ভিডিওটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, ‘সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটি শুধু দুর্নীতিই নয়, ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

রাহাদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘ভিডিওটি আমাকে একজন দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এবারও আন্দোলন দমনে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিজাম উদ্দিন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘একটি পক্ষ আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। ভাইরাল হওয়া ভিডিওটি সুপার এডিট করা হয়েছে।’

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসন এবং রাজনৈতিক মহলে এ নিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!