চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ওই মিছিল থামাতে গেলে তারা পুলিশের ওপর হামরা করে। এতে আবু সাঈদ রানা নামের এক এসআই গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় যুবলীগ নেতা শাকিলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে হামলার শিকার হন এসআই আবু সাঈদ রানা। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে নামেন। তারা হামলাকারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বন্দর থানার ডিউটি অফিসার জানান, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন