সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেব। অভিযানে অংশ নেয় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল।
অভিযান চলাকালে নদীর তীরে ভিড়িয়ে রাখা বেশ কয়েকটি নৌকা হ্যামার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, এসব নৌকা অবৈধভাবে নদী থেকে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত হচ্ছিল।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে উত্তোলনের কাজে ব্যবহৃত হওয়ায় এসব নৌকা ধ্বংস করা হয়েছে।
তবে অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় নৌকার মালিক ও মাঝিরা। তাদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের না ধরে প্রশাসন নিরীহ নৌকার মালিকদের ক্ষতিগ্রস্ত করছে।
স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘যারা পাথর উত্তোলন করে তাদের তো পুলিশ কিছু বলে না। উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের নিরীহভাবে ভিড়িয়ে রাখা নৌকা ভেঙে দিছে।’
একজন মাঝি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি কিস্তিতে টাকা দিয়ে এই নৌকা বানাইছি। এখন এটা ভেঙে ফেলার পর আমি কীভাবে চলব? সব দোষ পড়ে গরিবদের ওপর।’
অভিযান ও স্থানীয়দের ক্ষোভের পরিপ্রেক্ষিতে জাফলং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের এই ধরনের অভিযানে সঠিক যাচাই-বাছাই প্রয়োজন, যাতে নিরীহ নৌকা মালিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।
জাফলং দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হলেও দীর্ঘদিন ধরেই সেখানে অবৈধ পাথর উত্তোলন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের অভিযানে নতুন করে এই ইস্যুটি আলোচনায় এসেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন