ঠাকুরগাঁওয়ের হরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে (৩০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দেহট্র গ্রামে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত আনোয়ার ওই গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন মাদকাসক্ত অবস্থায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ করে শান্তি ভঙ্গ করে। এতে বিরক্ত হয়ে বুধবার সকালে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকাসক্ত অবস্থায় পরিবার ও স্থানীয় শান্তি বিনষ্টের দায়ে দোষী সাব্যস্ত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বুধবার সন্ধ্যায় আনোয়ারকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো বলে জানান ওসি জাকারিয়া মণ্ডল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন