রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৯ কেজি ওজনের একটি বিশাল চিতল মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাটিতে কলাবাগান সংলগ্ন নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি পরে দৌলতদিয়া ঘাট এলাকার রেজাউলের মাছের আড়তে আনা হয়। ওজন মাপার পর দেখা যায়, মাছটির ওজন ৯ কেজি। স্থানীয় নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী মো. শাজাহান শেখ। প্রতি কেজি ২ হাজার ১০০ টাকায় মোট ১৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয় মাছটি।
পরবর্তীতে শাজাহান শেখ মোবাইল ভিডিও কলে কুমিল্লার এক লন্ডনপ্রবাসী ক্রেতাকে মাছটি দেখান। প্রবাসী ক্রেতা ১৯ হাজার ৮০০ টাকায় চিতলটি কিনে নেন। এতে শাজাহান শেখের লাভ হয় ৮০০ টাকা।
শাজাহান শেখ বলেন, ‘পদ্মার চিতল মাছের স্বাদ অসাধারণ। বড় আকারের চিতলের বাজারে সবসময়ই বেশি চাহিদা থাকে।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বড় আকারের চিতল মাছ খুব কমই পাওয়া যায়, তাই এ ধরনের মাছ ধরা পড়লে তা দ্রুত বিক্রি হয়ে যায় এবং দামও বেশি পাওয়া যায়।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন