চট্টগ্রামের পটিয়ায় প্রায় পাঁচ বছর আগের একটি মাদক মামলায় দুই বছরের সাজা শুনে আদালতেই আলী আজগর (৪৫) নামের এক আসামির প্রাণ হারিয়েছে । পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন এলাকার বাসিন্দা তিনি।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদক মামলায় অভিযুক্ত আজগরকে দুই বছরের কারাদণ্ডের রায় দেন বিচারক বেগম তাররাহুম আহমেদ। রায় শোনার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ফোরকান মিয়া বলেন, ২০২১ সালের একটি মাদক মামলায় সোমবার বিকেলে আসামি আজগর আদালতে হাজির হন। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক।
‘রায় শোনার পরই মাথা ঘুরিয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
পুলিশ জানায়, এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। আজগরের মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন