গাজীপুর মহানগরীর টঙ্গীতে ‘জাভান হোটেল’ কর্তৃপক্ষের হামলায় চার অতিথি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার জাভান হোটেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোহাম্মদ আজাদ (৩২), রিমন আহমেদ (৩২), শুভ (২৮) ও দীপু (২৯)। তাদের মধ্যে রিমন আহমেদের অবস্থা গুরুতর। তারা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন চিলাউড়া গ্রামের বাসিন্দা এবং যমুনা ফিউচার পার্কের ‘লিগ্যাল সলিউশন বিডি’ প্রতিষ্ঠানের কর্মকর্তা।
অভিযুক্তরা হলেন-হোটেলের পরিচালক সায়মন (৪০), বার এ্যারেঞ্জার রুমান (৩২) ও রিপন (২৯)।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা হোটেলে নাস্তা খাওয়ার জন্য গেলে খাবার বিলম্ব হওয়ায় তারা দ্রুত পরিবেশনের জন্য তাগিদ দেন।
এ সময় হোটেলের দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লোহার রড, হকিস্টিক, এসএস পাইপ ও কাঠের রুল দিয়ে হামলা চালায়। হামলার সময় ভুক্তভোগীদের মোবাইল ও মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় গুরুতর আহত আজাদ ও রিমনকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
মোহাম্মদ আজাদ বলেন, ‘আমাদের নির্দোষভাবে পরিকল্পিতভাবে হামলার শিকার হতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন, দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।’
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয় সূত্র ও প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে রাতের সময়ে মদ খাওয়া, নাচানো, একক ‘সিঙ্গেল’ রুম এবং অবৈধ বিনোদন পরিষেবা চলাচল করছে। যদিও প্রশাসন একাধিক অভিযান চালিয়ে হোটেল সিলগালা করেছে।
এ ঘটনায় অভিযুক্ত জাভান হোটেলের পরিচালক সায়মনের দাবি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। ভুক্তভোগীরা জাভান হোটেলের উপরে যেতে পারেনি। তারা বারে প্রবেশ করতে চেয়ে ব্যর্থ হলে হোটেলের নিচ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পথচারী আহত হলে স্থানীয়দের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের কেউই জড়িত নয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন