রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের ওপর আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কর্মসূচি সমাপ্তি করে তারা। তবে শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এদিকে নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন