পাঁচ বছর আগে বিশুদ্ধ খাবার পানির জন্য বসানো হয়েছিল টিউবওয়েল। এখন সেই টিউবওয়েলের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে। আগুন দিলেই জ্বলে উঠছে দাউ দাউ করে।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে। গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেই বাড়িতে ভিড় জমাচ্ছে।
সম্প্রতি আবুল কাশেমের বাড়িতে গিয়ে জানা গেছে, পাঁচ বছর আগে তিনি ২৬০ ফুট গভীর নলকূপ বসান, টিউবওয়েল বসানোর পর থেকেই রাতে টিউবওয়েলের ভেতরে আওয়াজ শুনতে পান। সম্প্রতি সেই টিউবওয়েলটি তিনি খুলে ফেলেন। পরে সেখানে আগুন দিতেই উত্তাল গ্যাস জ্বলে ওঠে।
বাড়ির গৃহিণী আমিরন নেছা বলেন, আগুন জ্বলছে প্রথমে বিশ্বাস হয়নি। সেই আগুনে দুই দিন রান্না করেছি। এখন বন্ধ করে রাখছি ভয় লাগে তাই।

বাড়ির মালিক আবুল কাশেম জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে মানুষের ভিড় লেগেই আছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশের গ্রাম থেকে লোকজন আসছেন গ্যাস ওঠা দেখতে।
অনেকেই বলছেন, তারা জীবনে প্রথমবার এমন ঘটনা দেখছেন।
রংছাতি সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, এই এলাকায় আরও এমন গ্যাস উঠেছে। এলাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হলে কিছু পাওয়া যেতে পারে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ঘটনাটি অস্বাভাবিক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন