গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একসাথে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বদলি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপকমিশনার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে সিলেট রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
তবে, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা ৮ মাস ১৯ দিন দায়িত্বে ছিলেন, আর টঙ্গী পশ্চিম থানার কর্মকর্তা আনুমানিক ১০ মাস ২১ দিন দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনার পর ফেসবুক ও সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই প্রশ্ন করছেন, কেন একদিনে একই এলাকায় দুই থানার ওসির বদলি করা হলো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন