চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন। এ সময় হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসীমউদ্দীন, আল সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় অর্থসচিব অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমেদ, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত হয়, শনিবারের ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি মাদ্রাসা এলাকার আশপাশে গান-বাজনা ও উচ্চস্বরে মাইক ব্যবহার থেকে বিরত থাকারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া ভবিষ্যতে যেকোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক মোতায়েনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করার ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করে।
পরে প্রশাসনের উপস্থিতিতে সোহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট পরিস্থিতি শমিত করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন