কক্সবাজারের সমিতিপাড়া এলাকায় উচ্ছেদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এলাকা পরিদর্শনে গেলে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা।
নারী-পুরুষ-শিশুসহ শত শত মানুষ রাস্তায় নেমে স্লোগান দেন-‘উচ্ছেদ নয়, বাঁচার অধিকার চাই’, ‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানি না।’
বাসিন্দাদের অভিযোগ, তারা বহু বছর ধরে সমিতিপাড়ায় বসবাস করছেন। অনেকেই দিনমজুরি, রিকশাচালনা বা ছোটখাটো কাজ করে টিনের ঘর বানিয়েছেন। এসব ঘরের ভেতরে রয়েছে বুড়ো বাবা-মা, অসুস্থ মা, কচি শিশুরা। হঠাৎ উচ্ছেদ অভিযানের কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
একজন বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পশু নই, মানুষ। উচ্ছেদ করলে কোথায় যাব?’ তবে প্রশাসনের পক্ষ থেকে কেবল সরকারি জায়গা উদ্ধারের কথা জানানো হয়।
বাসিন্দারা বলেন, সংবিধানে খাদ্য, বস্ত্র ও বাসস্থান মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ আছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ হলে তা হবে অন্যায়, অমানবিক ও নির্মম সিদ্ধান্ত।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
যেখানে অস্তিত্বের প্রশ্ন, সেখানে কোনো আপস নেই। ঘরবাড়ি ছাড়া মানুষ মানে কঙ্কালসার এক জীবন, এ বাস্তবতা যেন প্রশাসনের কানে পৌঁছাচ্ছে না। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপড়ার হাজারো মানুষ আজ তাই একসাথে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন,মাথার উপর ছাদ না থাকলে বেঁচে থেকে কী করব?
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন