বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেছেন, ‘কসবা-আখাউড়ায় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদককারবারিরা আমাদের অগ্রগতি ও উন্নয়নের অন্তরায়।’
তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া আমাদের এ লড়াই থামবে না।’
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় কসবা পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামে রাস্তা মেরামত উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
১নং ওয়ার্ড সভাপতি আজহারুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি এইচ এম মামুনের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা পৌরসভা আমির হারুন অর রশিদ, কসবা পশ্চিম ইউনিয়নের আমির সালাহ উদ্দিন, পৌরসভা সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক, আখতার হোসেন ও আ. বাছির প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, ‘জামায়াতে ইসলামী সামাজিক দায়বদ্ধতা থেকে ও মানবতার সেবায় নানান সামাজিক কাজ অব্যাহত রেখেছে। মানবতার মুক্তির এই আন্দোলন তার সামর্থ্যের সবকিছু দিয়ে এ দেশের মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আজ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামতের কাজ করছে।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন