হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি উপজেলার ২৩টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় দুর্গাপূজা উৎসবমুখর করতে প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মন্ডল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ওলামা দলের সভাপতি মোশারফ হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌরসভা যুবদল নেতা কাওসার হোসেন নান্না ও তুহিন হাওলাদারসহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে বিএনপির প্রতিটা নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। এটা তারেক রহমানের নির্দেশ। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ১৭টি বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার ও দলীয় বহু নেতাকর্মীর প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে পতন করেছি। শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন