বগুড়ার আদমদীঘির পশ্চিম বাজারের একটি ঘর থেকে জব্দ করা ১১৫ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিলামে ১ লাখ ৬২ হাজার ১০৩ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি থানা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা যায়, আদমদীঘি সদরের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুস ছাত্তার সরকার ১৫ টাকা কেজি দামে ভোক্তাদের নিকট চাল বিক্রি না করে আত্মসাতের উদ্দেশ্যে তার চাল বিক্রয় কেন্দ্র রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আদমদীঘি পশ্চিমবাজার মসজিদ সংলগ্ন একটি টিনশেড গুদামে অবৈধভাবে মজুদ রাখেন।
গত ২৮ আগস্ট বিকেলে আদমদীঘির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা সুলতানার নেতৃত্বে অভিযানে ওই ঘরের তালা খুলে ভিতর থেকে ১১৫ বস্তায় ৩.৪৫০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনার পর ডিলার আব্দুস ছাত্তার সরকারের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস একটি মামলা দায়ের করেন। সরকারিভাবে জব্দ করা ১১৫ বস্তায় ৩.৪৫০ মেট্রিক টন চাল ছিল, যার সরকারি মূল্য ছিল ৫১ হাজার ৭৩৫ টাকা।
এদিকে জব্দ করা সরকারি খাদ্যবান্ধবের চাল নিলামে বিক্রির জন্য ঢোলসহ প্রচারণার মাধ্যমে সোমবার সকালে আদমদীঘি থানা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ১৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ ডাককারী সান্তাহারের মোস্তাহিদ আল হাসান ১১৫ বস্তা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিলামে ১ লাখ ৬২ হাজার ১০৩ টাকায় ক্রয় করেন। এ ছাড়া খালি চটের ১১৫ বস্তা মাসুদ রানা নামের ডাককারী ৩ হাজার ৬৮০ টাকায় কিনেন।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন