চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মো. নাহিদ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে ডুবে গেলে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগান বাজার ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত মহিলা) জেসমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্কুল ছাত্র নাহিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন