বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৩১ পিএম

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৩১ পিএম

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- রূপালী বাংলাদেশ

দুর্ঘটনা কবলিত বাস। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ৩ জনকে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জায়লস্করের আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)-সহ অজ্ঞাত (২০) আরও একজন।

আহতরা হলেন: জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০)। তারা ফেনী সদর হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে আশঙ্কাজনক হওয়ায় মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিনকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে তবে ড্রাইভার-হেলপার কাউকে পাওয়া যায়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!