বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:১৯ পিএম

শেরপুরে অটোচালককে হত্যা, আরও এক আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:১৯ পিএম

গ্রেপ্তার নুরে আলম জুয়েল। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার নুরে আলম জুয়েল। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যা ও অটো ছিনতাই মামলায় নুরে আলম জুয়েল (৩৬) নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

নুরে আলম শেরপুর সদর উপজেলার হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, একই মামলায় সুমন সরকার (৩৭) নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুরের বাগড়া কলোনি এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে শেরপুর সদর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবু বক্করকে হত্যা করে দুর্বৃত্তরা তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, মামলার আসামিদের ধরতে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত আবু বক্কর দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাকে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Link copied!