মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:১১ পিএম

পলাতক আসামি হাসিনার মোট সম্পদ কত?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৪:১১ পিএম

শেখ হাসিনা। ছবি - সংগৃহীত

শেখ হাসিনা। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান তিন সদস্যের বেঞ্চে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে, সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত তাদের দেশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশের পর দেশজুড়ে তাদের সম্পত্তি ও ধনসম্পদের পরিমাণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, শেখ হাসিনার নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

নির্বাচনের সময় নিজের হাতে নগদ অর্থ হিসেবে ২৮ হাজার টাকা দেখিয়েছিলেন তিনি। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে তার জমা টাকার পরিমাণ প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) তার নামে রয়েছে।

হলফনামায় শেখ হাসিনা তিনটি মোটরগাড়ি দেখিয়েছেন, এর মধ্যে একটি উপহার হিসেবে পেয়েছেন। তবে এই গাড়ির মূল্য উল্লেখ করা হয়নি। বাকি দুটি গাড়ির মূল্য ৪৭ লাখ ৫০ হাজার টাকা। তার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা, এবং আসবাবপত্রের মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।

শেখ হাসিনার নিজের নামে থাকা কৃষিজমির পরিমাণ ১৫.৩ বিঘা, যার ক্রয়কৃত অংশের মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা। এই জমি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে অবস্থিত।

গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগানবাড়ি রয়েছে, যা ১৯৭০ সালে শেখ মুজিবুর রহমানের নামে লেখা হয়েছিল। উত্তরাধিকারের মাধ্যমে এই জমি বর্তমানে শেখ হাসিনা, শেখ রেহানা, এবং তাদের সন্তানদের নামে আছে।

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির মালিকানা শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে রয়েছে। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির ‘সুধা সদন’-এর মালিকানা রয়েছে সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের নামে। ঢাকার পূর্বাচলে একটি প্লটের মূল্য ৩৪ লাখ ৭৬ হাজার টাকা, যা শেখ হাসিনার নামে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবনসহ ৬.১০ শতক জমি তার নামে আছে, যার অর্জনকালীন মূল্য ৫ লাখ টাকা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শেখ হাসিনা অসত্য তথ্য দিয়েছিলেন। সেই সময় তার নিজের নামে থাকা জমির পরিমাণ ৬.৫০ একর দেখানো হয়েছিল, যার প্রকৃত মূল্য ছিল ২৮ একর ৪১ শতকের বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার মোট সম্পত্তি ৪ কোটি ৩৪ লাখ টাকার বেশি, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি ১০ কোটি টাকার বেশি।

Link copied!